পিতার জানাজা পড়তে লন্ডন থেকে দেশে এসে প্রবাসী শিপন নিজেই লাশ হয়ে গেলেন
লন্ডন প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসটি একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী মিতালী বাসের ভিতরে ঢুকে পড়ে
নূরুলইসলাম মনি, বাহুবল থেকে ॥ লন্ডন থেকে পিতার জানাজায় শরীক হতে দেশে এসেনিজেই লাশ হয়ে গেলেন জুয়েল আহমদ শিপন। গতকাল শুক্রবার বিকেল ৪টায় বাহুবলেমর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তিনিসহ ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে তার ৩স্বজন, তাদের বহনকারী মাইক্রোবাস চালক, মোটর সাইকেল আরোহী দুই ভাই রয়েছেন।নিহতরা হলেন- মোটর সাইকেল আরোহী বাহুবল উপজেলার যশপাল গ্রামের লকুছ মিয়ারদুই পুত্র খোকন মিয়া (৩০) ও রুকন মিয়া (২৬); মাইক্রোবাস চালক মৌলভীবাজারজেলার রাজনগর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত মোবারক আলীর পুত্র দেলোয়ারহোসেন ইমন (৩০), মাইক্রোবাস আরোহী লন্ডন প্রবাসী সিলেট জেলার মুগলাবাজারথানার হরিনাথপুর গ্রামের মৃত মুখলেছ মিয়ার পুত্র জুয়েল আহমেদ শিপন (৩০), মৃত এখলাছ মিয়ার পুত্র নূরুল ইসলাম তুলা (৫৬), হাজী তনাই মিয়ার পুত্র আমিউদ্দিন (২৮) ও লাল মিয়ার পুত্র জসিম উদ্দিন (২২)।
প্রত্যক্ষদর্শীও পুলিশ সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর বাজারেরঅদূরে তুগলী নামক স্থানে সিলেটগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ব১৪-৯৪১৮) প্রথমে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে একইদিক থেকে আসা যাত্রীবাহী মিতালী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের (নং ঢাকামেট্রো ব ১১-৫৮৮৩) মধ্যে ঢুকে পড়ে।মাইক্রোবাসটিবাসের সামনের অংশ ছিড়ে ভেতরে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে মাইক্রোবাসে আটকাপড়ে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকসহ ৩ যাত্রী এবং মোটর সাইকেল আরোহী রুকনমিয়া (২৬) নিহত হন। গুরুতর আহত অবস্থায় বাহুবল হাসপাতালে নিয়ে যাওয়া হলেমাইক্রোবাসের আরো ২ যাত্রী নিহত হন। মোটর সাইকেল আরোহী নিহত রুকন মিয়ার ভাইখোকন মিয়াকে (৩০) সিলেট নিয়ে যাওয়ার পথে রাত ৭টার দিকে আউশকান্দি নামকস্থানে মারা যান। ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা অবরোধ সৃষ্টি করে।এতে রাস্তার উভয় পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। সন্ধ্যা ৬টার দিকেজনতা অবরোধ তুলে নিলে প্রায় ২ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, নিহত লন্ডন প্রবাসী জুয়েল আহমদ শিপনের পিতা মুখলেছ মিয়া দুই দিন আগে মারাযান। পিতাকে দাফন করতে জুয়েল আহমদ শিপন লন্ডন থেকে গতকাল শুক্রবার দেশেআসেন। তাকে শাহজালাল (রহঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই মাইক্রোবাসযোগেনিয়ে আসছিলেন স্বজনরা। অপরদিকে, মোটর সাইকেল আরোহী দুই ভাই খোকন ও রুকনস্থানীয় মিরপুর বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে দুর্ঘটনায় পতিত হন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস