গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
২নংপুটিজুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলাঃ বাহুবল, জেলাঃ হবিগঞ্জ৷
স্মারকনং-৩১ তারিখ:-১২/০৩/২০১৫ইং
নিয়োগবিজ্ঞপ্তি
এতদ্বারা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলাধীন অত্র ২নংপুটিজুরী ইউপির বিভিন্ন তথ্যাদি কম্পিউটারে এন্ট্রির জন্য মাষ্টার রোলভিত্তিক খন্ডকালীন একজন কর্মীনিয়োগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে৷
পদেরনাম | পদেরসংখ্যা | মাসিকবেতন /মজুরী | মেয়াদকাল | শিক্ষাগতযোগ্যতাওঅভিজ্ঞতা |
মাষ্টার রোলভিত্তিক খন্ডকালীন কর্মী/ অফিসসহকারী | ০১ (এক) | সর্বসাকূল্যে ৪,০০০/-(চারহাজার) টাকা | এপ্রিল/২০১৫ হতে ডিসেম্বর/২০১৫ | প্রার্থীর যোগ্যতা নূন্যতম এইচএসসি পাশ এবং কম্পিউটার ও ইন্টারনেট অভিজ্ঞ হতে হবে৷ |
আগ্রহী প্রার্থীদের আগামী ২৪/০৩/২০১৫ইং তারিখে বেলা ১২.০০ঘটিকার সময় ২কপি ছবি, বায়োডাটা, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদপত্রে ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ অত্র ২নংপুটিজুরী ইউপি কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুােরধ করা হল৷ উপস্থিত প্রার্থীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে লোক নিয়োগ করা হবে৷ উল্লেখ্যযে, পরীক্ষায় অংশ গ্রহনের জন্য কোন প্রকার টিএ / ডিএ দেয়া হবে না৷
(শাহমাহবুবুররহমান)
চেয়ারম্যান
২নংপুটিজুরীইউনিয়নপরিষদ
উপজেলাঃবাহুবল, হবিগঞ্জ৷
স্মারকনং- ৩১/১(৪) তারিখঃ১২/০৩/২০১৫ইং
অনুলিপিঃ সদয়অবগতিওপ্রয়োজনীয়কার্যার্থেপ্রেরণকরাহল৷
(১) জেলাপ্রশাসক, হবিগঞ্জ৷
(২) উপ-পরিচালক, স্থানীয়সরকার, হবিগঞ্জ৷৷
(৩) উপজেলানির্বাহীঅফিসার, বাহুবল্৷
(৪) জেলাফ্যাসিলিটেটর, এলজিএসপি-২, হবিগঞ্জ৷
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS