পাসপোর্ট সংক্রান্ত :
ক্রমিক নং | প্রশ্ন | উত্তর |
আন্তর্জাতিক পাসপোর্ট | ||
০১. | পাসপোর্টের আবেদন ফরম কোথায় পাওয়া যায় ? | পাসপোর্ট অফিস এবং পোষ্ট অফিস (বিনামূল্যে), যে কোন মূল কপির ফটোকপি গ্রহণযোগ্য।
|
০২. | পাসপোর্ট পাওয়ার পদ্ধতি ? | প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার পর পুলিশ ভেরিফিকেশনে সন্তোষজনক প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পাসপোর্ট প্রদান করা হয়।
|
০৩. | অতিজরুরী পাসপোর্ট কতদিনে সরবরাহ করা হয় এবং ফি কত ? | আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে সরবরাহ করা হয়। ৪৮ পৃষ্ঠার বই এর জন্য - ৫০০০/- (পাঁচ হাজার) টাকা। ৬৪ পৃষ্ঠার বই এর জন্য - ৬০০০/- (ছয় হাজার) টাকা।
|
০৪. | জরুরী পাসপোর্ট কতদিনে সরবরাহ করা হয় এবং ফি কত ? | পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ১১ দিন পরে অন্যথায় ২১ দিন পরে সরবরাহ করা হয়। ৪৮ পৃষ্ঠার বই এর জন্য - ৩০০০/- (তিন হাজার) টাকা। ৬৪ পৃষ্ঠার বই এর জন্য - ৩৫০০/- (তিন হাজার পাঁচ শত) টাকা।
|
০৫. | সাধারণপাসপোর্ট কতদিনে সরবরাহ করা হয় এবং ফি কত ? | পুলিশ প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে ২১ দিন পরে অন্যথায় ১ মাস পরে সরবরাহ করা হয়। ৪৮ পৃষ্ঠার বই এর জন্য - ২০০০/- (দুই হাজার) টাকা। ৬৪ পৃষ্ঠার বই এর জন্য - ২৫০০/- (দুই হাজার পাঁচ শত) টাকা।
|
০৬. | পাসপোর্ট নবায়ন করতে কত দিন লাগে এবং ফি কত? | অতিজরুরী- ৭২ ঘন্টার মধ্যে- ফি-২৫০০/- টাকা। সাধারণ- ১৫ কার্যদিবসের মধ্যে- ফি-১৫০০/- টাকা।
|
০৭. | সংশোধন, সংযোজন ও বিয়োজন করতে কত দিন লাগে এবং ফি কত ? | অতিজরুরী- ৭২ ঘন্টার মধ্যে- ফি-৫০০/- টাকা। সাধারণ- ১৫ কার্যদিবসের মধ্যে- ফি-৩০০/- টাকা।
|
বিশেষ পাসপোর্ট | ||
০৮. | পাসপোর্ট নবায়ন করতে কত দিন লাগে এবং ফি কত? | অতিজরুরী- ৭২ ঘন্টার মধ্যে- ফি-১৫০০/- টাকা। সাধারণ- ১৫ কার্যদিবসের মধ্যে- ফি-১০০০/- টাকা।
|
০৯. | সংশোধন, সংযোজন ও বিয়োজন করতে কত দিন লাগে এবং ফি কত ? | অতিজরুরী- ৭২ ঘন্টার মধ্যে- ফি-৩০০/- টাকা। সাধারণ- ১৫ কার্যদিবসের মধ্যে- ফি-২০০/- টাকা।
|
১০. | কখন আবেদনপত্র গ্রহণ করা হয় ? | সকাল-৯.০০ টা হতে দুপুর- ২.০০ টা পর্যন্ত।
|
১১. | কখন পাসপোর্ট বিতরণ করা হয় ? | বিকাল- ৪.০০ টা হতে ৫.০০ টা পর্যন্ত।
|
১২. | কি কি কাগজপত্র আবশ্যক ? | নতুন আবেদনঃ- নাগরিক সনদ, ভোটার আইডি কার্ড। সরকারী চাকুরীজীবীর ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র। নাম সংশোধনের ক্ষেত্রেঃ- নাম সংশোধনের ক্ষেত্রে এস এস সি বা সমমানের সনদ/ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতের হলফনামা অথবা পত্রিকায় বিজ্ঞপ্তি আবশ্যক। সন্তানের নাম সংযোজনের ক্ষেত্রে ঃ- সন্তানের জন্ম সনদ। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS